আগামী ২০ জানুয়ারি, ২০২১ তারিখে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ ২০২০-২১ সিজনের ৪৫তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুইদল মেলবোর্ন রিনিগেডস(Melbourne Renegades) এবং মেলবোর্ন স্টার্স (Melbourne Stars) । ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে এবং শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২.১৫ মিনিটে। তো চলুন দেখে নেই, দুই দলের মধ্যকার লড়াইয়ে কে জিততে পারে।
নিচের ভোটিং অপশনে আপনি আপনার মূল্যবান মতামত জানাতে ভোট করুন!!!
বিগ ব্যাশ লিগ ২০২০-২১(Big Bash League 2020-21) – মেলবোর্ন রিনিগেডস বনাম মেলবোর্ন স্টার্স(MLR vs MLS), BBL 2020-21, 45th Match Prediction, কে জিতবে বলুন তো?
আসুন, দেখে নেয়া যাক, দুই দলের মধ্যে কার জেতার সম্ভাবনা বেশী।
বিগ ব্যাশ ২০২০-২১ এডিশনের ৪৫তম ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন রিনিগেডস এবং মেলবোর্ন স্টার্স। দুদল বর্তমানে টীম র্যাংকিং এর ৩য় এবং ৮ম স্থানে অবস্থান করছে। রিনিগেডস র্যাংকিংয়ের তলানিতে অবস্থান করছে এবং তাঁদের পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা শেষ।
স্টার্স সিডনি থাণ্ডারের সমান পয়েন্ট পেয়েও ৩য় স্থানে আছে এবং তারা নিশ্চয়ই অবস্থান আরও সুসংহত করতে চাইবে মেলবোর্ন ডার্বিতে জয়ী হয়ে। রিনিগেডস খুবই লজ্জাজনক পরিস্থিতি মোকাবিলা করছে।
রিনিগেডস ৫ বার আর স্টার্স ১৪ বার জিতেছে মুখোমুখি লড়াইয়ে।
রিনিগেডস এবং স্টার্স যথাক্রমে ১০ ও ২৩ পয়েন্ট অর্জন করেছে এই চলতি টুর্নামেন্টে সমানসংখ্যক ১১ ম্যাচ খেলে।
ডকল্যান্ডের পিচ ব্যাটিং এর জন্য ভাল পিচ। আশা করা যাচ্ছে ব্যাটসম্যানরা এখানে অনেক রান তুলতে পারবে এবং ম্যাচটি হাই-স্কোরিং হবে।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।