আগামী ২৪ জানুয়ারি, ২০২১ তারিখে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ ২০২০-২১ সিজনের ৫২তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুইদল সিডনি সিক্সার্স (Sydney Sixers) এবং হোবার্ট হারিকেন্স(Hobart Hurricanes) । ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এবং শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২.১৫ মিনিটে। তো চলুন দেখে নেই, দুই দলের মধ্যকার লড়াইয়ে কে জিততে পারে।
বিগ ব্যাশ লিগ ২০২০-২১(Big Bash League 2020-21) – সিডনি সিক্সার্স বনাম হোবার্ট হারিকেন্স (SYS vs HBH), BBL 2020-21, 52nd Match Prediction, কে জিতবে বলুন তো?
আসুন, দেখে নেয়া যাক, দুই দলের মধ্যে কার জেতার সম্ভাবনা বেশী।
বিগ ব্যাশ ২০২০-২১ এডিশনের ৫২তম ম্যাচে মুখোমুখি হবে সিডনি সিক্সার্স এবং হোবার্ট হারিকেন্স। দুদল বর্তমানে টীম র্যাংকিং এর ১ম এবং ৭ম স্থানে অবস্থান করছে। পরের রাউন্দে উঠতে গেলে অনেক সমীকরণ মেলাতে হবে হোবার্টকে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে।
সিডনি সিক্সার্স বনাম হোবার্ট হারিকেন্স এর মুখোমুখি লড়াইয়ে দুইদলি ৬ বার করে বিজয়ী হয়েছে।
বর্তমান ফর্মের বিচারে সিক্সার্স বিগ ব্যাশের বাকি দলগুলির চাইতে যোজন ব্যবধানে এগিয়ে।
সিডনি সিক্সার্স এবং হোবার্ট হারিকেন্স যথাক্রমে ৩২ ও ২৩ পয়েন্ট অর্জন করেছে এই চলতি টুর্নামেন্টে সমানসংখ্যক ১২ ম্যাচ খেলে।
মেলবোর্নের পিচ ব্যাটিং এর জন্য ভাল পিচ।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।