আগামী ০৯ জানুয়ারি, ২০২১ তারিখে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ ২০২০-২১ সিজনের ৩৭তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুইদল পার্থ স্করচার্স(Perth Scorchers) এবং হোবার্ট হারিকেন্স (Hobart Hurricanes) । ম্যাচটি অনুষ্ঠিত হবে পার্থ স্টেডিয়ামে এবং শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২.১৫ মিনিটে। তো চলুন দেখে নেই, দুই দলের মধ্যকার লড়াইয়ে কে জিততে পারে।
বিগ ব্যাশ লিগ ২০২০(Big Bash League 2020) – পার্থ স্করচার্স বনাম হোবার্ট হারিকেন্স (PRS vs HBH), 37th Match Prediction, কে জিতবে বলুন তো?
আসুন, দেখে নেয়া যাক, দুই দলের মধ্যে কার জেতার সম্ভাবনা বেশী।
টীম র্যাংকিং: বিগ ব্যাশ ২০২০-২১ এডিশনের ৩৭তম ম্যাচে মুখোমুখি হবে পার্থ স্করচার্স এবং হোবার্ট হারিকেন্স। দুদল বর্তমানে টীম র্যাংকিং এর ৫ম এবং ৩য় স্থানে অবস্থান করছে।
হোম অ্যাডভান্টেজ: পার্থ স্করচার্স বনাম হোবার্ট হারিকেন্স এর মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে পার্থ স্টেডিয়ামে। এটি পার্থের গ্রাউন্ড। সুতরাং, তারাই হোম অ্যাডভান্টেজ লাভ করবে।
মাঠের কন্ডিশন: পার্থ মধ্যম আকৃতির মাঠ।
বর্তমান ফর্ম: পার্থ বর্তমানে খুবই ভাল ফর্মে আছে। হোবার্ট অবশ্য প্রথমদিকে ভাল খেললেই গত ২ ম্যাচে হোঁচট খেয়েছে।
মুখোমুখি ফলাফল: পার্থ ৭ বার ও হোবার্ট ৬ বার জিতেছে মুখোমুখি লড়াইয়ে।
প্লেয়ার এনালাইসিস:
ব্যাটসম্যান
দলের নাম | খেলোয়াড়ের নাম | এভারেজ(AVG) | স্ট্রাইক রেট(SR) |
---|---|---|---|
পার্থ স্করচার্স | কলিন মুনরো | ২৯.৬২ |
১৪৩.৮১ |
জেসন রয় | ২৭.৫১ | ১৪২.৮৮ |
|
হোবার্ট হারিকেন্স | দায়িদ মালান | ৩৩.৫২ | ১২৯.২৫ |
বেন ম্যাকডারমট | ৩২.৪৩ |
১৩০.০৭ |
হোবার্ট এর ব্যাটিং লাইনআপ বেশি শক্তিশালী।
বোলার
দলের নাম | খেলোয়াড়ের নাম | এভারেজ(AVG) | ইকোনমি(ECO) |
---|---|---|---|
পার্থ স্করচার্স | ঝাঁই রিচার্ডসন | ২২.৫৪ | ৭.৭২ |
এন্দ্রে টাই | ২১.৬৫ | ৮.০৮ | |
হোবার্ট হারিকেন্স | রিলে মেরেডিথ | ২৩.১৮ | ৮.১৮ |
জেমস ফকনার | ২৩.১৩ |
৭.৯৩ |
পার্থের বোলিং কিছুটা ভাল।
পয়েন্ট টেবিল: পার্থ এবং হোবার্ট যথাক্রমে ১৬ ও ১৯পয়েন্ট অর্জন করেছে এই চলতি টুর্নামেন্টে।
পিচ বিবরণী: পার্থের পিচ বেশ স্লো এবং পিচে হঠাৎ হঠাৎ বাউন্স তৈরি হয়।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।
পার্থ স্করচার্স
মিচেল মার্শ (সি), অ্যাশটন টার্নার, ক্যামেরন ব্যানক্রাফট, জোশ ইনগ্লিস, কলিন মুনরো, জেসন বহেরেন্ডোফ, ঝিয়ে রিচার্ডসন, অ্যান্ড্রু টাই, অ্যাশটন আগার, ফাওয়াদ আহমেদ, স্যাম হোয়াইটম্যান এক্স-ফ্যাক্টর প্লেয়ার বিকল্প: কুর্তিস প্যাটারসন, জোয়েল প্যারিস।
হোবার্ট হারিকেন্স
ম্যাথু ওয়েড (সি), স্কট বোল্যান্ড, জ্যাক ডোরান, টিম ডেভিড, নাথন এলিস, জেমস ফকনার, জারোদ ফ্রিম্যান, পিটার হ্যান্ডসকম্ব, কলিন ইনগ্রাম, উইল জ্যাকস, সন্দীপ লামিচানে, দাউদ মালান, বেন ম্যাকডার্মট, রাইলি মেরিডিথ, ডেভিড মুডি, টিম পেইন , কেমো পল, ডি’আর্সি শর্ট, নিক শীতকালীন, জোহান বোথা, চার্লি ওয়াকিম, কালেব জুয়েল।
নিচের অংশে গিয়ে দেখতে পারেন কোন দলটির জয়ী হওয়ার সম্ভাবনা বেশি।