প্রায় ২ মাসের জন্য অস্ট্রেলিয়া সফরে গেছে ভারতীয় ক্রিকেট দল। সেখানে ওডিআই, টেস্ট, টি২০সহ প্রায় সব ফরম্যাটের একটি পুর্নাংগ সিরিজ খেলবে ভিরাট কোহলি ও তার বাহিনী। করোনা মহামারীর কারণে বেশ রুলস আর রেগুলেশনের ভেতর হবে সিরিজটি। তবে, এবার স্টেডিয়ামে কিছু দর্শক আগমনের খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। বিসিসিআই এর সভাপতি সৌরভ গাঙ্গুলিও বেশ উচ্ছ্বসিত সিরিজটি নিয়ে।
এখানে, ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া সিরিজ ২০২০-২১ এর শিডিউল দিচ্ছি আমরা।
ম্যাচ শিডিউল(Match Schedule) – ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া সিরিজ ২০২০-২১(India vs Australia Series 2020-21)
দেখে নিন, ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া সিরিজ ২০২০-২১ এর পুর্নাংগ শিডিউল –
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
নভেম্বর ২৭, শুক্রবার | অস্ট্রেলীয় বনাম ইন্ডিয়া, ১ম ওডিআই | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি | সকাল ৯:৪০ মিনিট |
নভেম্বর ২৯, রবিবার | অস্ট্রেলীয় বনাম ইন্ডিয়া, ২য় ওডিআই | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি | সকাল ৯:৪০ মিনিট |
ডিসেম্বর ২, বুধবার | অস্ট্রেলীয় বনাম ইন্ডিয়া, ৩য় ওডিআই | মানুকা ওভাল, ক্যানবেরা | সকাল ৯:৪০ মিনিট |
ডিসেম্বর ৪, শুক্রবার | অস্ট্রেলীয় বনাম ইন্ডিয়া, ১ম টি২০আই | মানুকা ওভাল, ক্যানবেরা | দুপুর ২.১০ মিনিট |
ডিসেম্বর ৬, রবিবার | অস্ট্রেলীয় বনাম ইন্ডিয়া, ২য় টি২০আই; অস্ট্রেলীয় এ বনাম ইন্ডিয়া এ, ১ম প্র্যাকটিস ম্যাচ | ড্রামমোয়েন ওভাল, সিডনি | ভোর ৫.৩০ মিনিট |
ডিসেম্বর ৮, মঙ্গলবার | অস্ট্রেলীয় বনাম ইন্ডিয়া, ৩য় টি২০আই | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি | দুপুর ২.১০ মিনিট |
ডিসেম্বর ১১-১৩, শুক্রবার-রবিবার | অস্ট্রেলীয় বনাম ইন্ডিয়া, ২য় প্র্যাকটিস ম্যাচ | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি | সকাল ১০:০০ মিনিট |
ডিসেম্বর ১৭-২১, বৃহস্পতিবার-সোমবার | অস্ট্রেলীয় বনাম ইন্ডিয়া, ১ম টেস্ট | এডিলেড ওভাল, এডিলেড | সকাল ১০:০০ মিনিট |
ডিসেম্বর ২৬-৩০, শনিবার-বুধবার | অস্ট্রেলীয় বনাম ইন্ডিয়া, ২য় টেস্ট | মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন | ভোর ৫.৩০ মিনিট |
জানুয়ারি ৭-১১, বৃহস্পতিবার-সোমবার | অস্ট্রেলীয় বনাম ইন্ডিয়া, ৩য় টেস্ট | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি | ভোর ৫.৩০ মিনিট |
জানুয়ারি ১৫-১৯, শুক্রবার-মঙ্গলবার | অস্ট্রেলীয় বনাম ইন্ডিয়া, ৪র্থ টেস্ট | দ্যা গাবা, ব্রিসবেন | ভোর ৬.০০ মিনিট |